আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানীর নয়াপল্টনে প্রথম বাধাহীন সমাবেশ করছে বিএনপি।
আজ বুধবার (৭ আগস্ট) দুপুর ২টা ৪২ মিনিটে কোরআন তিলোয়াত ও বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে নীরবতা পালন মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। শুরুতে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
সমাবেশে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এদিন সকাল থেকেই নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন। তাদের স্লোগানে মুখরিত হয় পুরো নয়াপল্টন এলাকা। এদিকে, সমাবেশ ঘিরে নয়াপল্টন ও এর আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য দেখা যায়নি।
news24bd.tv/SHS