দেশে এখন কোনো সাংবিধানিক শূন্যতা নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে নির্বাহী দায়িত্ব পালন করছেন রাষ্ট্রপতি।
বুধবার (৬ আগস্ট) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, দেশ এখন রাষ্ট্রপতির আদেশে চলছে। তাই দেশে এখন সরকার নেই বলে যা বলা হচ্ছে তা সঠিক নয়।
জনপ্রশাসন সচিব বলেন, প্রশাসনিক কর্মকর্তারা তাদের রুটিন দায়িত্ব পালন করছেন। তবে কোনো নীতি নির্ধারণী সিদ্ধান্ত নেয়া হচ্ছে না এই মুহূর্তে।
সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি কম দেখা গেলেও এটা মানতে নারাজ জনপ্রশাসন সচিব। তিনি বলেন, কাজকর্মে কোনো ব্যাঘাত ঘটছে না।