বাংলাদেশ নিয়ে কী বললেন শাকিবের নায়িকা ইধিকা 

বাংলাদেশ নিয়ে কী বললেন শাকিবের নায়িকা ইধিকা 

অনলাইন ডেস্ক

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। হাসিনার দেশ ত্যাগে সোমবার (৫ আগস্ট) ঢাকার রাজপথে বিজয় উল্লাসে উপচে পড়ে লাখো মানুষের ঢল। সামাজিক মাধ্যমে বাংলাদেশের এই নতুন অভ্যুদয় নিয়ে মুখ খুলেছেন পশ্চিমবাংলার অনেক তারকা। মুখ খুলেছেন কলকাতার নায়িকা ইধিকা পাল।

এই নায়িকা ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছিলেন ‘প্রিয়তমা’ ছবিতে।  

ভারতীয় এক সংবাদমাধ্যমে ইধিকা বলেছেন, ‘‘সোমবার গণরোষ। এক রাতের মধ্যে বদলে গেল আমার চেনা বাংলাদেশ! এই বাংলাদেশে গিয়ে শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ ছবির শুটিং করেছি। ঈদের দিনে ছবিটা যখন মুক্তি পেল, প্রিমিয়ারে গিয়েছিলাম।

দর্শকদের উন্মাদনা দেখে আনন্দে চোখে জল। বাংলাদেশের হৃদয় এত উষ্ণ! এত ভালোবাসা জমে আছে পড়শি দেশের হৃদয়ে! কিন্তু সেই একই হৃদয়ে এত ঘৃণা জমেছিল, টের পাইনি তো! বাংলাদেশের আপ্যায়নের কথা আমার থেকে শুনুন। ইলিশ মাছের রকমারি পদ, ঢাকাই জামদানির কথা সকলের জানা। ওখানে একটি বাড়িতে নিমন্ত্রণ মানে কম করে ১৪ রকমের রান্না। ওজন বাড়িয়ে ফিরেছিলাম ওপার বাংলা থেকে। তখনও ঘুণাক্ষরে টের পাইনি, আমার চেনা সেই দেশে এত রক্ত ঝরবে। ঝরবে লাখো লোকের চোখের জল। ’’

ইধিকা আরও বলেন, ‘এক এক সময় এ-ও মনে হচ্ছে, আমি না হয় অন্য দেশের। বাংলাদেশের মানুষেরাই কি টের পেয়েছিলেন, এভাবে ছাত্র আন্দোলনের ধারা বদলে যাবে?’

বাংলাদেশের জন্য প্রার্থনা করে তিনি বলেন, ‘আমার প্রিয় পড়শী দেশ, তোমার জন্য, দেশের প্রতিটি মানুষের জন্য মন থেকে প্রার্থনা করছি, আবার সব শান্ত হোক। হাসিতে ঝলমলিয়ে উঠুক সোনার বাংলা। প্রবাহিত হোক, ভালোবাসার ফল্গুধারা। যার স্পর্শে হিংসা, ঘৃণার মতো সব কালো ধুয়ে যাবে। জানি, আমার প্রার্থনা সফল হবেই। ’

এই অভিনেত্রী বলেন, ‘বাংলাদেশ, তোমায় নিয়ে আমার কোনো নালিশ নেই। সমস্যা নেই, ভয়ও নেই। তুমি ডেকে নিয়ে গিয়ে আমার মাধ্যমে দুই দেশের বিনোদন, সংস্কৃতি, ভাবের আদান-প্রদান ঘটিয়েছ। তাই আবারও তোমার ডাকের অপেক্ষায়। বাংলাদেশ চেনা ছন্দে ফিরলেই আমি আবার সে দেশের ছবির নায়িকা হব, সেখানে কাজ করব। কারণ, আমার ওপরে তো বাংলাদেশের কোনো রাগ নেই!’

news24bd.tv/TR  
 

এই রকম আরও টপিক