তিন মাসের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, সেনাবাহিনী জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। তাদের ধন্যবাদ। প্রশাসনকে সঠিক দায়িত্ব পালনের সুযোগ দিন।
আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের জনসভায় এসব কথা বলেন তিনি।
শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে ফখরুল বলেছেন, তারা ট্রাফিকসহ পরিস্কার-পরিচ্ছন্ন করার কাজ করছে।
ফখরুল বলেন, যারা আগুন দেয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অনেক মায়ের বুক খালি হয়ে এই অর্জন এসেছে।
সব হিংসা ভুলে গিয়ে ছাত্রদের সাথে এক হয়ে বিজয় উদযাপনের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, বিএনপির ৩১ দফায় দেশ সংস্কারের সব বলা হয়েছে।
স্বৈরাচার পালিয়ে গেছে জানিয়ে ফখরুল বলেন, স্বৈরাচার যেন আর ফেরত না আসে সেজন্য ছাত্র-জনতার ঐক্য সংহত করতে হবে।
news24bd.tv/তৌহিদ