চুয়াডাঙ্গায় ট্রাফিকের দায়িত্ব পালন করছে আনসার সদস্যরা। জেলার পাঁচটি থানা ও গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরেও দায়িত্ব পালন করছেন তাঁরা। মঙ্গলবার রাত ৮টা থেকে শহরের শহীদ হাসান চত্বরে ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা যায় আনসার সদস্যদের।
বুধবার সকাল ৮টা থেকে শহরের বড় বাজার, একাডেমি মোড় ও কোর্ট মোড়ে তারা দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চুয়াডাঙ্গা জেলা কমান্ড্যান্ট সঞ্জয় চৌধুরী বলেন, সরকারি নির্দেশনা মতো জেলার পাঁচটি থানায় দায়িত্ব পালনের পাশাপাশি আনসার সদস্যরা ট্রাফিকের দায়িত্বও পালন করছে। মঙ্গলবার রাত থেকে তারা দায়িত্ব পালন শুরু করেন।
আজ (বুধবার) থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০ পর্যন্ত পালাক্রমে ট্রাফিকের দায়িত্ব পালন করবে আনসার সদস্যরা। এছাড়াও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতেও তাদের সদস্যরা দায়িত্বে আছেন।
news24bd.tv/কেআই