পুলিশের অভ্যন্তরীণ ও প্রশাসনিক সংস্কারসহ ১১ দফা দাবি

পুলিশের অভ্যন্তরীণ ও প্রশাসনিক সংস্কারসহ ১১ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক

পুলিশের অভ্যন্তরীণ ও প্রশাসনিক সংস্কারসহ ১১ দফা দাবি তুলেছেন অধস্তন পুলিশ কর্মকর্তা-কর্মচারীরা। এই দাবিগুলো যৌক্তিক ও পূরণযোগ্য বলে মন্তব্য করেছেন নির্যাতিত, নিগৃহীত অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা।

আজ বুধবার বিকেলে নির্যাতিত, নিগৃহীত অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষে এসব কথা বলেন চাকরিচ্যুত ডিআইজি খান সাঈদ হাসান।

তিনি বলেন, দাবিগুলো বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই মুহূর্তে আমাদের কোনো দাবি নেই; তবে একমাত্র দাবি এই দেশের সুস্থ পরিবেশ ফিরিয়ে নিয়ে আসা। এছাড়াও শিক্ষার্থী-পুলিশসহ সকল হত্যার বিচার চান তারা।  

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক