লিজ ট্রাস ব্রিটেনের সবচেয়ে কম সময়ের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা ছাড়েন। দায়িত্ব নেয়ার মাত্র ৪৫ দিন পরে পদত্যাগ করেন তিনি। মাত্র সাত সপ্তাহ অতিক্রম হতে না হতেই। অফিস ত্যাগ করেন ট্রাস।
লিজ ট্রাসের মতো এমন অনেক প্রধানমন্ত্রী রয়েছেন যারা খুব কম সময় দায়িত্ব পালন করেন। যুক্তরাজ্য ও ভারতীয় উপমহাদেশের এমন অনেক প্রধানমন্ত্রী ছিলেন যারা অল্পদিনেই ক্ষমতা ছাড়তে বাধ্য হন।
তবে কম সময়ে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত কিংবা পদত্যাগের বিষয়টি ফের সামনে এসেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর। কারণ জানুয়ারির নির্বাচনের পর মাত্র ৭ মাসের ব্যবধানেই জনরোষে পড়ে ক্ষমতা ছাড়তে বাধ্য হন তিনি।
চলতি বছরের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে তার দল আওয়ামী লীগ। ১১ জানুয়ারি বঙ্গভবনে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। এরপর এই মাসের ৫ তারিখ পদত্যাগ করেন তিনি। যদিও এর আগে টানা তিন মেয়াদে ২০০৮ সাল থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।
দ্য টেলিগ্রাফ জানিয়েছে, অটল বিহারী বাজপেয়ী ভারতের প্রধানমন্ত্রী হিসাবে প্রথম কার্যকাল ১৯৯৬ সালের মে মাস থেকে জুন পর্যন্ত মাত্র ১৩ দিন স্থায়ী হয়েছিল। যদিও পরবর্তীতে তিনি পূর্ণ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
নিউইয়র্ক ভিত্তিক গণমাধ্যম দ্যা উইক বলছে, সিয়েরা লিওনের প্রধানমন্ত্রী সিয়াকা স্টিভেনস ১৯৬৭ সালের নির্বাচনে জয়লাভ করেন। পরে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার এক ঘণ্টা পরেই গ্রেপ্তার হন। ওই অভ্যুত্থানের আগে সামরিক বাহিনী তাকে পদ থেকে অপসারণ করে।
এই তালিকায় প্রধানমন্ত্রীর পাশাপাশি রয়েছেন রাষ্ট্রপতিরাও। ঠিক যেমন বলা যেতে পারে উইলিয়াম হেনরি হ্যারিসনের কথা। যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নবম রাষ্ট্রপতি। ১৮৪১ সালে দায়িত্ব নেয়ার মাত্র ৩২ দিনের মাথায় অফিসেই মৃত্যুবরণ করেন তিনি।
যাইহোক, সবচেয়ে কম সময়ের রাষ্ট্রপতি হওয়ার রেকর্ডটি সম্ভবত পেড্রো লাসকুরেইনের। কারণ ১৯ ফেব্রুয়ারি ১৯১৩ সালে মাত্র ৪৫ মিনিটের জন্য মেক্সিকোর রাষ্ট্রপতি হন তিনি।