প্লাস্টিকের বোতলের পানিতে গুঁড়ো প্লাস্টিক কণা মিশে থাকে বলে জানিয়েছিলেন বিজ্ঞানীরা। সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে নতুন তথ্য। প্লাস্টিকের বোতলের পানি খেলে রক্তচাপের হেরফের হতে পারে।
প্লাস্টিক বোতলে পানি খেলে সেই প্লাস্টিকের কণাগুলো শরীরে ঢুকে রক্তের সঙ্গে মিশে যায়।
‘মাইক্রোপ্লাস্টিক’ নামে একটি পত্রিকায় প্লাস্টিকের বোতলের ক্ষতিকর প্রভাব নিয়ে গবেষণাপত্র বের হয়েছে।
বাজারে যেসব বোতলে পানি বিক্রি করা হয়, তার অধিকাংশই এক বার ব্যবহারযোগ্য প্লাস্টিকে তৈরি। এই ধরনের বোতলে দিনের-পর-দিন পানি পান করলে ক্যানসারের আশঙ্কাও বাড়তে থাকে।
গবেষকেরা বলেছেন, প্লাস্টিকের বোতল তৈরিতে ব্যবহৃত হয় ‘বিসফেনল এ’ বা ‘বিপিএ’-সহ একাধিক উপাদান, যা বেশিমাত্রায় শরীরে ঢুকলে রক্তচাপের হেরফের তো হবেই, হরমোনের ভারসাম্যও বিগড়ে যাবে। শুধু তাই নয়, এইসব দূষিত প্লাস্টিকের কণা শরীরে ইনসুলিনের ক্ষরণে প্রভাব ফেলে। যা পরবর্তী সময়ে ডায়াবিটিসের মত রোগ বাসা বাধতে সাহায্য করে। হতে পারে কিডনির রোগও।
মাইক্রোপ্লাস্টিকের প্রভাব মানুষের প্রজনন ক্ষমতার উপরেও রয়েছে। অধিক মাত্রায় প্লাস্টিক-কণা রক্তে মিশলে পুরুষদের শুক্রাণুর পরিমাণ কমে যেতে পারে। মহিলাদেরও ইস্ট্রোজেন হরমোনের কার্যকারিতাও কমে যেতে পারে প্লাটিকের প্রভাবে।
news24bd.tv/এসএম