বুধবার (৭ আগস্ট) ভারতীয় ভিসা সেন্টারের ওয়েবসাইটে দেওয়া এক বার্তায় জানানো হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশে অবস্থিত ভারতীয় সব ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি) বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
বলা হয়, অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব আইভিএসিএস বন্ধ থাকবে। পরবর্তী আবেদনের তারিখ ক্ষুদে বার্তার (এসএমএস) মাধ্যমে জানানো হবে ।
এর আগে গত ৪ আগস্ট এক বার্তায় বাংলাদেশে অবস্থান করা সকল ভারতীয় নাগরিক ও শিক্ষার্থীদের দেশের ভেতরে ভ্রমণ না করার এবং চলাচল সীমিত করার আহ্বান জানায় ভারতীয় দূতাবাস।
news24bd.tv/ডিডি