অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন (ওআইসি) ইরানে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করেছে।
সৌদি আরবে বুধবার (৭ আগস্ট) ৫৭ সদস্য বিশিষ্ট দলের আলোচনার পর এক বিবৃতিতে এই কথা উল্লেখ করা হয়।
বিবৃতিতে বলা হয়েছে, এই জঘন্য হামলার জন্য দখলদার ইসরায়েলকে সম্পূর্নরূপে দায়ী করা হচ্ছে, একইসঙ্গে এই হামলাকে ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবেও উল্লেখ করা হয়েছে।
গাম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রী মামাদু টাঙ্গারা বলেছেন, ‘ হানিয়ার জঘন্য হত্যাকান্ড এবং গাজায় চলমান যুদ্ধ একটি আঞ্চলিক সংঘাতের দিকে নিয়ে যেতে পারে।
উল্লেখ্য সৌদি উপকূলীয় শহর জেদ্দায় এই আলোচনার আহ্বান জানিয়েছিল ইরান, ফিলিস্তিন।
আয়োজক সৌদি আরবও হামলার নিন্দা জানিয়ে বলেছে, ‘ হানিয়ার হত্যাকান্ড ইরানের সার্বভৌমত্বের চূড়ান্ত লঙ্ঘন। ’
হামাস এবং ইরান গত সপ্তাহে হানিয়াকে হত্যার অভিযোগে ইসরায়েলকে দায়ী করে। তবে এ বিষয়ে ইসরায়েল দায় স্বিকার বা অস্বীকার করে কিছু বলেনি।
প্রসঙ্গত, গত ৩১ জুলাই ইরানের তেহরানে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন হামাসের প্রধান ইসমাইল হানিয়া। এজন্য ইসরায়েলকে দায়ী করে কঠোর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান, হিজবুল্লাহ ও হামাস। সূত্রঃ আল জাজিরা
news24bd.tv/এসএম