'নতুন দিনের নতুন পুলিশ হবে তারা- এই আশা আমাদের'

'নতুন দিনের নতুন পুলিশ হবে তারা- এই আশা আমাদের'

অনলাইন ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে দেশজুড়ে চলমান উদ্ভুত পরিস্থিতিতে ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। বিভিন্ন সময়ে সামাজিক মাধ্যমে নিজের ব্যক্তিগত মতামত শেয়ার করে সাধারণ ছাত্র জনতার সঙ্গে একাত্মতা প্রকাশ করে তিনি।

আজ বৃহস্পতিবার সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সরয়ার ফারুকী। তাঁর লেখাটি নিম্নে হুবহু তুলে ধরা হলো-   

তিনি লিখেছেন, 'আশা করি আজকে-কালকের মধ্যে পুলিশ ভাই-বোনেরা কাজে যোগ দিবে।

নতুন দিনের নতুন পুলিশ হবে তারা এই আশা আমাদের। আমরা কি একটা কাজ করতে পারি? রাস্তায় কর্মরত পুলিশ দেখলে তাদের সাথে একটু হাসি বিনিময় করতে পারি? পারলে একটু মোলাকাত? একটা ফুল? অথবা চকলেট? কালকে আমি সাধারণ কিছু পুলিশের ইন্টারভিউ দেখছিলাম। তারা নিজেরাই ফ্যাসিস্টদের ক্ষমতালিপ্সার কাছে অসহায় ছিলো, কিছু খারাপ অফিসার কিভাবে তাদের ব্যবহার করেছে, তাদের পরিবার পরিজন কতটা অনিরাপদ এবং বিব্রত- এইসব বলতে বলতে কেঁদে দিচ্ছিলো কয়েকজন পুলিশ সদস্য! তারা শুধু একটা দাবিই জানাচ্ছিলো- তারা আর কোনো দলীয় পুলিশ হতে চায় না। তারা মর্যাদার সাথে রাষ্ট্রের কর্মচারী হতে চায়! 

ক্যান উই গিভ দেম সাম কমফোর্ট? জাস্ট সো দে ফিল দে আর ওয়ান অফ আস?'

news24bd.tv/TR