সেনাবাহিনীর সার্বিক নিরাপত্তায় বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও টগি ফান ওয়ার্ল্ড খুলছে কাল

সেনাবাহিনীর সার্বিক নিরাপত্তায় বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও টগি ফান ওয়ার্ল্ড খুলছে কাল

অনলাইন ডেস্ক

দেশের ক্রান্তিকাল কাটছে ধীরে ধীরে। আজ বৃহস্পতিবার নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা রয়েছে। আশা করা যাচ্ছে, সরকা গঠনের পর দ্রুতই স্বাভাবিক হবে মানুষের জীবন-যাপন।

এরই ধারাবাহিকতায় আগামীকাল শুক্রবার (৯ আগস্ট) থেকে নিয়মিতভাবে খুলে যাচ্ছে রাজধানীর পান্থপথে অবস্থিত দেশের জনপ্রিয় শপিংমল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স।

সেখানে খোলা থাকবে টগি ফান ওয়ার্ল্ডও।

বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, সেখানে সার্বিক নিরাপত্তায় থাকবেন সেনাবাহিনীর সদস্যরা। পাশপাশি বসুন্ধরার নিজস্ব নিরাপত্তাব্যবস্থা তো থাকছেই।

আগামীকাল সকাল থেকেই নিয়মিত সময়ে অর্থাৎ সকাল ১০টা থেকে খোলা থাকবে এই জনপ্রিয় শপিংমল।

কাজেই কেনাকাটার জন্য নির্বিঘ্নে মানুষ সেখানে যেতে পারবেন। তা ছাড়া টগি ফান ওয়ার্ল্ডও প্রস্তুত থাকছে আপনাদের অপেক্ষায়।

news24bd.tv/SHS