আন্দোলনরত ছাত্রদের সহায়তা করে চাকরি হারানো রংপুর বিভাগের নারী ক্রিকেট দলের ম্যানেজার, সাবেক ক্রিকেটার আরিফা জাহান বিথী স্বপদে ফিরেছেন।
এক ফেসবুক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। চাকরি ফিরে পেয়ে বিথী বলেন, 'আলহামদুলিল্লাহ, আমাকে রংপুর বিভাগীয় মহিলা ক্রিকেট দলে আবারও ম্যানেজার হিসেবে সম্মানজনকভাবে আমার পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। ।
'আগে- আবু সাঈদ ভাইয়ের পরিবার ও ছাত্রদের পানি-বিস্কিট দিয়ে পাশে ছিলাম বলে আমাকে রংপুর বিভাগীয় মহিলা ক্রিকেট দল থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে। বাদ দেওয়ার কারণ জিজ্ঞাস করার সময় আমাকে এসব বলেছিল।
গত ১৬ জুলাই আন্দোলন করার সময় পুলিশের গুলিতে মারা যান রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ।
news24bd.tv/তৌহিদ