চুয়াডাঙ্গায় স্বাভাবিক হচ্ছে জনজীবন

চুয়াডাঙ্গায় স্বাভাবিক হচ্ছে জনজীবন

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গায় জনজীবন ক্রমান্বয়ে স্বাভাবিক হচ্ছে। প্রয়োজনে মানুষ ঘরের বাইরে আসছেন। রাস্তায় মানুষ ও যানবাহনের ভিড় দেখা যাচ্ছে। ফুটপাতের দোকানগুলোও খুলে গেছে।

 

সকাল থেকে রাত ৯টা পর্যন্ত শহরের ব্যবসা প্রতিষ্ঠানগুলো খোলা থাকতে দেখা গেছে। গ্রাম-গঞ্জের মানুষ তাদের প্রয়োজনে শহরে আসছেন। স্বাভাবিকভাবে নিজেদের কাজ করতে পারছেন সকলে। অফিস আদালতেও কাজের জন্য মানুষ আসছেন।

চুয়াডাঙ্গা সদর উপজেলার মণিরামপুর গ্রামের নজরুল ইসলাম কেনাকাটা করার জন্য চুয়াডাঙ্গা শহরে এসেছিলেন। তিনি বলেন, দেশে বড় একটি ঘটনার পর স্বাভাবিকভাবেই কিছুটা ভীতি ছিল। এখন সবকিছু স্বাভাবিক হয়ে গেছে।

news24bd.tv/কেআই