চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের প্রতিষ্ঠাতা ও সংগঠক সাইদুর রহমান

সাইদুর রহমান প্যাটেল

চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের প্রতিষ্ঠাতা ও সংগঠক সাইদুর রহমান

অনলাইন ডেস্ক

স্বাধীন বাংলা ফুটবল দলের প্রতিষ্ঠাতা, সংগঠক ও খেলোয়াড় সাইদুর রহমান প্যাটেল আর নেই। বৃহস্পতিবার (৮ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল ৪ টা ৩০ মিনিটে আমেরিকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।  তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সাবেক এই ফুটবলার গত ১ বছর ক্যান্সারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর।

ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদে ১৯৫১ সালের ৭ অক্টোবর জন্মগ্রহণ করেন স্বাধীন বাংলা ফুটবল দলের প্রধান উদ্যোক্তা ও সংগঠক সাইদুর রহমান প্যাটেল। বিশ্বের মানচিত্রে জায়গা করে নিতে দৃঢ় কঠিন প্রতিজ্ঞা নিয়েই দেশের একঝাঁক তরুণ গঠন করেছিলেন স্বাধীন বাংলা ফুটবল দল।

মুক্তিযুদ্ধের সময় কলকাতার থিয়েটার রোডের ৮ নম্বর বাড়িটিতে ছিল প্রবাসী মুজিবনগর সরকারের কার্যালয়।

সেখানেই স্বাধীন বাংলা ফুটবল দলের প্রতি নিজের সমর্থন জানান প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ। এর ঠিক পরই খেলোয়াড়দের মুজিবনগরে গিয়ে দলে যোগ দিতে বলা হয়। এভাবেই যাত্রা শুরু হয় দলটির।

news24bd.tv/SC

সম্পর্কিত খবর