রাজধানীতে ডাকাতি প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে জনসাধারণকে সহায়তা দেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য দুটি মুঠোফোন নম্বরও দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। খুদে বার্তায় বিজিবির সহায়তা পেতে দুটি মুঠোফোন নম্বর দেওয়া হয়েছে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর গত মঙ্গলবার ও গতকাল বুধবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে ডাকাতির আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েকটি স্থানে ডাকাতি হয়েছে বলেও জানা গেছে।
news24bd.tv/কেআই