বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী জনতার রোষের মুখে পড়ে বঙ্গভবনে প্রবেশ করতে পারেননি। তার গাড়ি ঘিরে ‘ভুয়া’, ‘ভুয়া’ স্লোগান দেয় সাধারণ মানুষ। এতে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে প্রবেশ করতে পারেননি এই রাজনৈতিক নেতা।
বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৮টার পরে বঙ্গভবনের সামনে এ ঘটনা ঘটে।
এর আগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) গাড়ি দেখেও একই স্লোগান দেয় সাধারণ মানুষ।
সরেজমিনে দেখা যায়, এদিন বিকেল থেকে অন্তবর্তী সরকারের শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করতে থাকেন উপদেষ্টারা।
শপথ অনুষ্ঠানে যোগ দিতে আসেন আমন্ত্রিত অতিথিরাও। সর্বশেষ রাত ৮টা ২৮ মিনিটে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের গাড়ি বহর বঙ্গভবনে প্রবেশ করে।
মাহী বি চৌধুরী একসময় বিএনপির এমপি ছিল। ২০১৮ সালের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে এমপি হয়েছিলেন তিনি। এরপর দ্বাদশ নির্বাচনেও প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু তার মনোনয়ন বাতিল হয়।
news24bd.tv/আইএএম