মাল্টিপ্লেক্স-সিনেমা হল ও দেশের সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন স্থাপনায় হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সচেতন বিনোদন সাংবাদিকরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) বেলা সাড়ে ৩টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (এফডিসি) ক্যান্টিনের সামনে থেকে তারা একটি মৌন মিছিল বের করে।
মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এফডিসির মূল ফটকের সমনে গিয়ে প্রতিবাদ সভা করে। মাকসুদুল হক ইমুর সঞ্চালনায় প্রতিবাদী সমাবেশের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রতিবাদ সমাবেশ ও নিন্দা প্রকাশের এই আয়োজনে হাজির ছিলেন, সাংবাদিক শফিক আল মামুন (প্রথম আলো), জাহিদ আকবর (ডেইলি স্টার), অনিন্দ্য মামুন, (সমকাল), নাজমুল আলম রানা (চ্যানেল টোয়েন্টিফোর), বুলবুল আহমেদ জয় (একাত্তর টিভি) আল কাছির (সময় টিভি), প্রতীক আকবর (বিজয় টিভি), পান্থ আফজাল (বাংলাদেশ প্রতিদিন), আলী আফতাব (দেশ টিভি), মুহিব আল হাসান (সময় টিভি), রাজন হাসান (জিটিভি), তারেক আনন্দ (আমাদের সময়), এন আই বুলবুল (জনকণ্ঠ), এটিএম মাকসুদুল হক ইমু (চ্যানেল টোয়েন্টিফোর) নাহিয়ান ইমন (চ্যানেল আই), শাহরিন মাহফুজা জেবিন (চ্যানেল টোয়েন্টিফোর), তামিম হাসান (চ্যানেল টোয়েন্টিফোর) সায়মা স্মৃতি (এখন টিভি), এনআই বুলবুল (জনকণ্ঠ), নিথর মাহবুব (সংবাদ), রিফাত (এটিএন বাংলা), মারজান ইভান (আরটিভি), বুলবুল ফাহিম (দৈনিক সমকাল) ও মেহেরা রহমান সিমরান (আরটিভি) সহ আরও অনেকে।
এ সময় বক্তারা বলেন, ‘বৈষম্য-বিরোধী শিক্ষার্থীদের হাত ধরে আজ যে স্বাধীনতা এসেছে এটাকে একটি কুচক্রী মহল বিতর্কিত করা চেষ্টা করছে। তারা দেশের বিভিন্ন স্থানে মাল্টিপ্লেক্স-সিনেমা হল ও দেশের সাংস্কৃতিক অঙ্গনের তাণ্ডব চালিয়ে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে।
তারা আরও বলেন, প্রাচ্যনাট্যের থিয়েটারকর্মী ও জলের গানের মূল সমন্বয়ক রাহুল আনন্দের বাড়ি এবং তার সকল বাদ্যযন্ত্র পুড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। যিনি কিনা শুরু থেকেই ছাত্র আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে আসছিলেন। এসব জঘন্য কাজ যারা করেছে তাদের বিচারের আওতায় আনা দরকার। আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই, যেখানে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার হবে রাষ্ট্র পরিচালনার মূলনীতি।
শুধু নিন্দা বা উদ্বেগের নয়; আমরা জানি যে সারা দেশে পুলিশের অনুপস্থিতি বজায় আছে এবং সেনাবাহিনীর টহলও নির্দিষ্ট কিছুসংখ্যক এলাকায় সীমাবদ্ধ ছিলো। এমতাবস্থায় বাংলাদেশে শান্তি বিনষ্টে যারা লিপ্ত হয়েছে; তদন্ত করে তাদের বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।
news24bd.tv/SC