বৃহস্পতিবার (৮ আগস্ট) মধ্যরাতে দেশবাসীর উদ্দ্যেশ্যে বার্তা দিয়েছেন আসিফ। নিজের ব্যক্তিগত ফেসবুক পোস্টে এ বার্তা দেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।
ফেসবুক পোস্টে বলেন, ‘ব্যক্তিগত লাভের আশায় আবদার, তদবির করা থেকে বিরত থাকুন। এতে করে আমার সাথে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে।
এর আগে, বৃহস্পতিবার রাত ৯টায় বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন আসিফ মাহমুদ।
আসিফ ২০১৭-১৮ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষাবিজ্ঞান বিভাগে ভর্তি হন। বর্তমানে তিনি মাস্টার্সের শিক্ষার্থী।
news24bd.tv/এসএম