ট্রাম্প-হ্যারিস বিতর্ক সেপ্টেম্বরে

সংগৃহীত ছবি

ট্রাম্প-হ্যারিস বিতর্ক সেপ্টেম্বরে

অনলাইন ডেস্ক

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের মধ্যকার বিতর্ক সেপ্টেম্বরের ১০ তারিখ অনুষ্ঠিত হবে। সংবাদমাধ্যম বিবিসি শুক্রবারে (৯ আগস্ট) জানিয়েছে, বিতর্ক আয়োজন করবে এবিসি নিউজ।

সামাজিক মাধ্যম এক্সে ( পূর্বের টুইটার) বিতর্ক আয়োজনের সম্পর্কে জানায় এবিসি নিউজ। এর আগে বৃহস্পতিবার ট্রাম্প নভেম্বরের নির্বাচনের আগে একাধিকবার তার ডেমোক্রেটিক প্রতিদন্দ্বীর সাথে বিতর্কে প্রস্তুত বলে জানিয়েছিলেন।

 

ট্রাম্প বলেন, ‘ আমরা মনে করি আমাদের তিনটি বিতর্ক করা উচিত। ’

ট্রাম্প এর আগে বলেছিলেন যে তিনি রক্ষণশীল নেটওয়ার্ক ফক্স নিউজ দ্বারা আয়োজিত একটি বিতর্ক চান যেটি পেনসিলভানিয়ায় অনুষ্ঠিত হবে।  

বৃহস্পতিবার ট্রাম্প মার-এ-লাগো রিসোর্টে একটি সংবাদ সম্মেলন বলেছিলেন, যে তিনি মিস হ্যারিসের সাথে আরও দুটি বার বিতর্ক করতে চান - 4 সেপ্টেম্বর ফক্স নিউজে এবং 25 সেপ্টেম্বর এনবিসিতে।

 

news24bd.tv/এসএম

এই রকম আরও টপিক