‘রাষ্ট্র সংস্কারে সরকারের ৩ মাসের বেশি সময় লাগলেও জাপার আপত্তি নেই’

সংগৃহীত ছবি

‘রাষ্ট্র সংস্কারে সরকারের ৩ মাসের বেশি সময় লাগলেও জাপার আপত্তি নেই’

অনলাইন ডেস্ক

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণ করেছেন ড. মুহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে জাতীয় পার্টি (পাজাপা)। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু জানিয়েছেন, রাষ্ট্র সংস্কারে তিনমাসের বেশি সময় লাগলেও আপত্তি থাকবেনা জাপার।  

বৃহস্পতিবার (৯ আগস্ট) সকালে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন চুন্নু।

এসময় তিনি বলেন, ‘ ১৫ বছরে পুলিশ, আমলা, রাজনৈতিক নেতাসহ যারা দুর্নীতি করেছে, দেশের টাকা লুট করেছে, বিদেশে পাচার করেছে তদন্ত করে তাদের আইনের আওতায় আনতে এবং সুষ্ঠু নির্বাচন দিতে সময় লাগলেও জাতীয় পার্টি বিরোধিতা করবে না। ’

চুন্নু আরও বলেন, ‘আন্দোলনকারী ছাত্ররা যেমন সংস্কার চায় জাতীয় পার্টিও তাদের সাথে একমত। ’ এছাড়াও কোন নাগরিক যেন দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হতে পারে এবং সংসদ নেতা ও প্রধানমন্ত্রী যেন একজন না হয় সে দাবিও জানান মুজিবুল হক চুন্নু। ।

 
 

news24bd.tv/এসএম

এই রকম আরও টপিক