গাজায় প্রাণহানি বেড়ে প্রায় ৩৯ হাজার ৭০০

সংগৃহীত ছবি

গাজায় প্রাণহানি বেড়ে প্রায় ৩৯ হাজার ৭০০

অনলাইন ডেস্ক

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আরও ২২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা প্রায় ৩৯ হাজার ৭০০ জন।

গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও সাড়ে ৯১ হাজারেরও বেশি ফিলিস্তিনি। বার্তাসংস্থা আনাদোলু বৃহস্পতিবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ২২ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে উল্লেখ করেছে প্রতিবেদনটি। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৩৯ হাজার ৬৯৯ জনে দাঁড়িয়েছে বলে বৃহস্পতিবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ২২ জন নিহত এবং আরও ৭৭ জন আহত হয়েছেন। উদ্ধারকারীরা পৌছাতে না পারায় উদ্ধারকাজও ব্যহত হচ্ছে।

অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন।

news24bd.tv/এসএম

এই রকম আরও টপিক