প্রাক্তন প্রেমিকার মুখোমুখি সালমান 

সংগৃহীত ছবি

প্রাক্তন প্রেমিকার মুখোমুখি সালমান 

অনলাইন ডেস্ক

বিগবস ১৮-তে প্রতিযোগী হিসেবে কাদের দেখা যাবে তা নিয়ে চলছে জল্পনা। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলে হয়েছে, এ বার রিয়্যালিটি শোয়ের সঞ্চালক সালমান খানের এক প্রাক্তন প্রেমিকাকে প্রতিযোগী হিসাবে দেখা যেতে পারে বিগবসে।

ওটিটিতে এ বার অনিল কপূরকে সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছিল। কিন্তু ছোট পর্দায় সালমানের সঞ্চালনাই বেশি পছন্দ করেন দর্শক, তাদের মতে সালমান ছাড়া এই শো অসম্পূর্ণ।

 

এবার বিগবসের প্রতিযোগীদের মধ্যে দেখা যেতে পারে সালমানের প্রাক্তন প্রেমিকাকে। নব্বইয়ের দশকে অভিনেত্রী সোমি আলির সঙ্গে টানা আট বছর সম্পর্কে ছিলেন সালমান। একসঙ্গে ‘বুলন্দ’নামে একটি সিনেমায় কাজও করেছিলেন তাঁরা। ১৯৯৯ সালে বিচ্ছেদের পথে হাটেন সালমান ও সোমির।

সেই সোমি আলিকেই বিগবসের ঘরে দেখা যেতে পারে বলে জানিয়েছে প্রতিবেদনটি।  

তবে বিগ বস-এর পক্ষ থেকে এখনও এই খবর নিশ্চিত করা হয়নি।  

২০২১-এর এক সাক্ষাৎকারে সালমান সম্পর্কে কথা বলেছিলেন সোমি আলি। তিনি জানিয়েছিলেন, “২০ বছর আগেও আমি বলেছিলাম। তাই নতুন করে আর কিছু বলার নেই। সম্পর্কের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। ”

সম্পর্কে সালমান প্রতারণা করেছিলেন বলেও জানিয়েছিলেন সোমি। সম্পর্ক তিক্ততার পর্যায়ে পৌঁছনোয় সেখান থেকে বেরিয়ে আসেন তিনি। আর কখনও পিছন ফিরে তাকাননি বলেও জানানএই অভিনেত্রী।

 

news24bd.tv/এসএম

এই রকম আরও টপিক