গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর, তাঁর সরকারের মন্ত্রী, এমপি ও নেতাকর্মীদের বাড়িতে হামলা করছে দুর্বৃত্তরা। এখানে বাদ যায়নি বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজার বাড়িও।
এই ঘটনাগুলো নিয়ে, ভারতীয় কিছু মিডিয়া মিথ্যাচার শুরু করে। তারা লিটনের নাম দিয়ে মাশরাফির বাড়ি পোড়ার ছবি ও ভিডিও দিয়ে প্রতিবেদন প্রকাশ করতে থাকে।
কিন্তু এবার সত্য তুলে ধরলেন লিটন দাস নিজেই। শুক্রবার (৯ আগস্ট) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক বার্তায় গুজবে কান না দিতে অনুরোধ করেছেন জাতীয় দলের এই উইকেটরক্ষক ব্যাটার।
তাঁর স্ট্যাটাসটি হুবুহু তুলে দেওয়া হলো-
"প্রিয় দেশবাসী, সকলের প্রতি শ্রদ্ধা রেখে একটি বিষয় অবগত করতে চাই। সাম্প্রতিক কালে বিভিন্ন মিডিয়াতে একটি খবর প্রচার হয়েছে আমাদের বাড়িতে হামলার ঘটনা নিয়ে, যার কোন সত্যতা নেই। কেউ এইসব গুজবে কান দিবেন না। আমি এবং আমার পরিবার এখন পর্যন্ত সম্পূর্ণ নিরাপদে রয়েছি। আমি বিশ্বাস করি আমাদের দেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এই দেশে আমরা সকল ধর্ম, বর্ণ নির্বিশেষে যেন একসাথে সামনে এগিয়ে যেতে পারি সেটাই এখন আমাদের একমাত্র মূলমন্ত্র হওয়া উচিত। আমার দিনাজপুরবাসীসহ পুরো দেশ একে অন্যের রক্ষায় যেভাবে নিয়োজিত ছিলেন সেটা সত্যিই প্রশংসনীয় এবং আমি কৃতজ্ঞ। আমি আশা করবো ভবিষ্যতেও আমরা সবাই একসাথে থাকবো এবং সকল ধরনের সহিংসতা থেকে দূরে রাখবো এই দেশটাকে । কারণ দেশটা আমাদের সবার। "
news24bd.tv/JP