তরুণদের আন্দোলন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আন্দোলন: তিশা

তরুণদের আন্দোলন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আন্দোলন: তিশা

অনলাইন ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্রদের কোটা আন্দোলনে হতাহতের ঘটনার পর শিক্ষার্থী ও সাধারণ মানুষের এক দফা দাবির জেরে পতন হয় সাবেক শেখ হাসিনার। শেখ হাসিনার পতনের পর সোমবার (৫ আগস্ট) দুপুরের পর থেকে সারা দেশে উল্লাসে ফেটে পড়ে দেশের মানুষ। বাইরে বের হয়ে পতাকা হাতে, স্লোগান দিতে থাকেন সবাই। অনেককে মিষ্টি বিলি করতেও দেখা যায়।

এদিকে ছাত্রদের কোটা আন্দোলনের পক্ষে ছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। বিভিন্ন সময়ে সামাজিক মাধ্যমে পোস্ট করে ছাত্রদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

শুক্রবার ফেসবুকে এক পোস্ট দেন নুসরাত ইমরোজ তিশা। তিনি লিখেছেন, 'তরুণদের আন্দোলন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আন্দোলন।

বাংলাদেশের জন্য দ্বিতীয় স্বাধীনতা এনে আমাদের দেশের তরুণ সমাজ দেখিয়ে দিলো তারা পুরনোকে ভেঙে নতুন করে গড়তে পারে। '

তিনি লেখেন, 'আমার সন্তান যখন বড় হবে তাঁকে এই  স্টুডেন্টদের সাহসিকতার গল্প বলতে চাই। তাঁকে তোমাদের মতো সাহসী বানাতে চাই। বলতে চাই আমাদের জাতীয় প্রাণী টাইগার শুধু নামে না, কর্মেও। '
 
পরিশেষে এই অভিনেত্রী লেখেন, 'সকল স্টুডেন্টদের স্যালুট এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস স্যারসহ সকল উপদেষ্টাকে অভিনন্দন। '

এর আগে শেখ হাসিনা দেশ ছাড়ার পর অভিনেত্রী আরও এক পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, 'স্বাধীন দেশে স্বাগতম! আলহামদুল্লাহ!'।

news24bd.tv/TR 

এই রকম আরও টপিক