নিম্ন আদালত ঘেরাও নিয়ে আসিফ নজরুলের ভিডিওবার্তা 

অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

নিম্ন আদালত ঘেরাও নিয়ে আসিফ নজরুলের ভিডিওবার্তা 

অনলাইন ডেস্ক

বিভিন্ন জেলায় নিম্ন আদালত ঘেরাওয়ের খবরে ভিডিওবার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি সেখানে দেশের নিম্ন আদালতের কোনো ক্ষতি না করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, নিম্ন আদালত বিষয়ে ছাত্র-জনতার কোনো দাবি নেই। কেউ কিছু বললেও সেটা ভুল করে বলেছে।

আজ শনিবার বেলা ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ভিডিওবার্তা প্রকাশ করা হয়।

আসিফ নজরুল বলেন, ‘আমি যত দূর জানি, আপনাদের নিশ্চিত করছি, ছাত্র-জনতার দাবি ছিল উচ্চ আদালতের অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং অন্যান্য কয়েকজন বিচারপতির পদত্যাগের বিষয়ে। নিম্ন আদালতের ক্ষেত্রে তাঁদের কোনো কর্মসূচি নেই। ’

জেলার আদালত, অর্থাৎ নিম্ন আদালত ঘেরাও হওয়ার উদ্বেগজনক খবর পাওয়ার কথা জানিয়েন আসিফ নজরুল।

তিনি বলেন, ‘আমি আন্দোলনকারী ছাত্র-জনতার কাছে অনুরোধ করব, জেলা আদালতে কোনোভাবে ধ্বংসযজ্ঞ বা নাশকতামূলক কাজ করবেন না। সেখানে ঘেরাওয়ের কোনো প্রয়োজন নেই। ’

আসিফ নজরুল বলেন, বর্তমান পরিস্থিতিতেও নিম্ন আদালতের বিচারকেরা কাজ করে যাচ্ছেন। অতীতে ভুল-ভ্রান্তি কিছু হয়েছে, সেটা থেকে তাঁরা বের হয়ে আসবেন বলে নিশ্চয়তা দিয়েছেন। তিনি নিম্ন আদালতে নিরাপত্তার ব্যবস্থা করার আহ্বান জানান।

এর আগে আজ সকাল ১০টায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ফুল কোর্ট সভা ডাকা হয়েছিল। সভাটি ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হওয়ার কথা। জানতে চাইলে সকাল সোয়া ১০টার দিকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা বলেন, ফুল কোর্ট সভা হচ্ছে না, বন্ধ করা হয়েছে।

আপিল বিভাগের সাতজন বিচারপতির পদত্যাগ দাবি করছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এর মধ্যেই ফুল কোর্ট সভা ডাকা হয়। খবর পেয়ে কয়েক শ বিক্ষোভকারী সুপ্রিম কোর্ট এলাকায় জড়ো হন।

পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে জানান, প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সাতজন বিচারপতির পদত্যাগ দাবিতে এই অবস্থান কর্মসূচি চলছে। জেলা জজকোর্টের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক