মেহেরপুরের মুজিবনগরে পূর্ব শত্রুতার জেরে আলমগীর হোসেন আলম (৪৪) নামের এক ব্যক্তিকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। শুক্রবার মধ্যরাতে উপজেলার তারানগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আলম ওই গ্রামের আগবত আলীর ছেলে।
জানা গেছে, নিহত আলমগীর হোসেন আলম তার স্ত্রী ও সন্তানদের নিয়ে শুক্রবার রাতে খাওয়া-দাওয়া শেষ করে নিজ বাড়িতে ঘুমিয়ে পড়েন।
খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শেষে লাশ হেফাজতে নেয়।
মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটাতে পারে।
তবে কী কারণে এই হত্যাকাণ্ড, এখনি বলা যাচ্ছে না। তদন্ত করার পরে জানা যাবে। লাশ ময়ন্তাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
news24bd.tv/DHL