ছাত্রলীগের উন্মুক্ত লাইব্রেরি এখন ‘আবু সাঈদ চত্ত্বর’

সংগৃহীত ছবি

ছাত্রলীগের উন্মুক্ত লাইব্রেরি এখন ‘আবু সাঈদ চত্ত্বর’

অনলাইন ডেস্ক

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান গেটে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্তৃক প্রতিষ্ঠিত উন্মুক্ত লাইব্রেরির নাম পরিবর্তন করে ‘শহীদ আবু সাঈদ চত্বর’ নামকরণ হয়েছে। শনিবার (১০ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী এ নামকরণ করেন।

শিক্ষার্থীরা হলেন বাংলা বিভাগের ২১-২২ সেশনের শিক্ষার্থী মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, ইসলামিক স্টাডিজ বিভাগের ২১-২২ সেশনের শিক্ষার্থী মীর ফাহাদ, সমাজকল্যাণ ও গবেষণা বিভাগের শিক্ষার্থী জাহেদ হাসান এবং ২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাঈদ আফ্রিদি।

উল্লেখ্য, ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যসংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান ফটকে উন্মুক্ত লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়।

ব্যক্তিগত উদ্যোগেই এ লাইব্রেরি প্রতিষ্ঠা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। এখন উন্মুক্ত লাইব্রেরির নাম পরিবর্তন করে ‘শহীদ আবু সাঈদ চত্বর’ নামকরণ হয়েছে।

news24bd.tv/JP