সুশাসন নিশ্চিতে কাজের অঙ্গীকার সৈয়দা রিজওয়ানা হাসানের

অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সুশাসন নিশ্চিতে কাজের অঙ্গীকার সৈয়দা রিজওয়ানা হাসানের

নিজস্ব প্রতিবেদক

সুশাসন এবং জবাবদিহিতা নিশ্চিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শপথ নেওয়ার দুদিন পর আজ রোববার সচিবালয়ে আনুষ্ঠানিক অফিস শুরু করেছেন এই সরকারের উপদেষ্টারা।

সকাল ৯ টায় সচিবালয়ে আসেন সৈয়দা রিজওয়ানা হাসান। মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠক করে তিনি বলেন,  পরিবেশ নিয়ে কাজ করা দীর্ঘদিনের যে অভিজ্ঞতা তা কাজে লাগাব আমি।

এটা পুরনো কাজের জায়গা, তাই এই কাজ আমার জন্য চ্যালেঞ্জ নয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা কীভাবে সরকারের সঙ্গে থেকে কাজ করবেন তা এখনও ঠিক হয়নি। তবে তারা কাজ করবেন সেটা সিদ্ধান্ত হয়েছে।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর