কৃষির মতো মৎস্য ও প্রাণিসম্পদকে গুরুত্ব দেওয়া হবে: ফরিদা আখতার

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

কৃষির মতো মৎস্য ও প্রাণিসম্পদকে গুরুত্ব দেওয়া হবে: ফরিদা আখতার

নিজস্ব প্রতিবেদক

মৎস্য ও প্রাণিসম্পদের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেছেন, কৃষিকে যতোটা বড় করে দেখা হয়, মৎস্য ও প্রাণিসম্পদকে ততোটা বড় করে দেখা হয় না। এখন থেকে যেন দেখা হয়, সে চেষ্টা থাকবে।

আজ রোববার তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদের বলেন, এই খাত থেকে যে খাবার ও পুষ্টি জনগণ পাবে, তা যেন নিরাপদ হয়, সে চেষ্টা থাকবে।

এ খাতে নারী ও দরিদ্রদের কর্মসংস্থানকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি।

news24bd.tv/তৌহিদ