এক্স অ্যাকাউন্ট হ্যাক হলো অর্জুন রামপালের 

এক্স অ্যাকাউন্ট হ্যাক হলো অর্জুন রামপালের 

অনলাইন ডেস্ক

বলিউড অভিনেতা অর্জুন রামপালের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। শানিবার সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করে বিষয়টি নিজেই জানালেন অভিনেতা। একইসঙ্গে ভক্তদের কাছে কী বিশেষ অনুরোধ জানালেন তিনি।

অর্জুন রামপাল এ প্রসঙ্গে লিখেছেন, 'খুব খারাপ খবর।

আমার এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। দয়া করে কোনও টুইট বা মেসেজের উত্তর দেবেন না। অ্যাকাউন্ট হ্যাক হয়েছে।

তাঁর বান্ধবী গ্যাব্রিয়েলাও চমকপ্রদ ইমোজির মাধ্যমে বিস্ময় প্রকাশ করেছেন।

উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেতার ভক্তেরাও।  

বর্তমানে শুটিংয়ে ব্যস্ত অর্জুন। ঠিক সেই সময়েই এমন কাণ্ড। সম্প্রতি, জাভেদ আখতারের এক্স অ্যাকাউন্টটিও হ্যাক হয়েছিল। প্যারিস অলিম্পিক ২০২৪ সম্পর্কিত বেশকিছু টুইটও তাঁর অ্যাকাউন্ট থেকে করা হয় এবং পরবর্তীকালে সেগুলো মুছে ফেলা হয়। এরপর গীতিকার জানান যে এগুলোর কোনও কিছুই তিনি করেননি। সব হ্যাকারদের কাণ্ড। এবার অভিনেতা অর্জুন রামপালের সঙ্গেও একই ঘটনা।

news24bd.tv/TR   

সম্পর্কিত খবর