হানিমুনে অনন্ত-রাধিকা

সংগৃহীত ছবি

হানিমুনে অনন্ত-রাধিকা

অনলাইন ডেস্ক

গেল জুলাইয়ে সাত পাঁকে বাঁধা পড়েছেন অনন্ত আম্বানী ও রাধিকা মার্চেন্ট। সারা বিশ্বে বিভিন্ন প্রান্ত থেকে অতিথিরা এসেছিলেন আম্বানীদের এই বিয়েতে। বিয়ের আয়োজনে দুই হাতে টাকা উড়িয়েছিলেন আম্বানী পরিবার।

মাস পূর্তি হল অনন্ত-রাধিকার বিয়ের।

এর মধ্যেই নিজেদের হানিমুন সেরে নিলেন আম্বানি বাড়ির নতুন দম্পতি। শোনা যাচ্ছে, প্যারিস অলিম্পিকে  গিয়েছিলেন আম্বানি বাড়ির নতুন দম্পতি। নেটিজেনদের ধারণা, সেখানেই নাকি হানিমুন সেরেছেন অনন্ত-রাধিকা।

কিন্তু প্যারিস ভ্রমণের পর কোস্টারিকায় উড়াল দেন এই নবদম্পতি।

জানা গেছে, ১ আগস্ট থেকে কোস্টারিকায় রয়েছেন অনন্ত-রাধিকা। কোস্টারিকার গুয়ানাকাস্তেতে রয়েছেন তারা। সেখানকার কাসা লাস ওলাস ফোর সিজন্স রিসোর্টে রয়েছেন।

কাসা লাস ওলাস ফোর সিজন্স রিসোর্টটি একটি পাঁচতারা হোটেল। প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত এ রিসোর্টটি ছয়টি বেডরুম রয়েছে। এই রিসোর্টের এক রাতের খরচ ৩০ হাজার পাউন্ড। তারা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ লাখ টাকা গুনছেন এক রাতের জন্য।  
 

news24bd.tv/এসএম