চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন টাইগারপাস রেলওয়ে হাইস্কুল এলাকায় সিএনজি অটোরিকশার ওপর একটি শতবর্ষী গাছ উপড়ে পড়েছে। আজ রোববার (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে বৃষ্টির কারণে গাছের গোড়া নরম হয়ে যায়। একপর্যায়ে গাছটি উপড়ে পড়ে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগীয় দপ্তরের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক জানান, সড়কে একটি বড় গাছ উপড়ে পড়ার খবর পেয়ে সেখানে একটি টিম পাঠানো হয়। তারা গাছটি সরিয়ে নিলে সড়কে যানচলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় সিএনজি অটোরিকশা চালক আহত হয়েছেন বলে শুনেছি।
news24bd.tv/JP