রাজশাহীতে প্রাইভেট কারে পাওয়া গেল এক বস্তা অস্ত্র

সংগৃহীত ছবি

রাজশাহীতে প্রাইভেট কারে পাওয়া গেল এক বস্তা অস্ত্র

অনলাইন ডেস্ক

রাজশাহীতে শিক্ষার্থীদের তল্লাশীর সময় একটি প্রাইভেট কার থেকে এক বস্তা দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে গাড়ির চালককে।

শনিবার (১০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নগরীর গোরহাঙ্গা এলাকার রেলগেট এলাকা থেকে অস্ত্রগুলি উদ্ধার করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

আটক গাড়ির চালক হোসেন নগরীর চন্ডীপুর এলাকার বাসিন্দা।

তিনিই গাড়িটির মালিক।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে নগরীর রেলগেট এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের সময় বিভিন্ন গাড়িও তল্লাশী করছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

এসময় একটি প্রাইভোট কার থামিয়ে তল্লাশি করা হলে গাড়ির পেছনে একটি বস্তা পাওয়া যায়। বস্তাটিতে রামদা, ছুরিসহ বেশ কিছু ধারালো দেশীয় অস্ত্র পাওয়া যায়।

পরে শিক্ষার্থীরা গাড়ি ও অস্ত্রসহ আটক ব্যক্তিকে বিজিবির কাছে সোপর্দ করে। এ সময় সেখানে সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

news24bd.tv/DHL