ঝামেলায় জড়ালেন মার্কিন র্যাপার ট্র্যাভিস স্কট। শুক্রবার (৯ আগস্ট) সকালে তাকে গ্রেপ্তার করেছে ফ্রান্সের স্থানীয় পুলিশ। প্যারিসের একটি পাঁচতারকা হোটেলের নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতির অভিযোগে গ্রেপ্তার করা হয় তাকে।
ফ্রেঞ্চ প্রসিকিউটরের বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।
প্রতিবেদন বলা হয়েছে শুক্রবার সকালে পাঁচ তারকা হোটেল জর্জ ভি-এর নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে ট্র্যাভিস ও তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর। এ বিষয়ে তদন্ত চলছে বলেও উল্লেখ করে প্রতিবেদনটি।
এদিকে ঘটনার সময় ৩৩ বছর বয়সী ট্র্যাভিস স্কট মদ্যপ অবস্থায় ছিলেন বলে দাবি করেছে একাধিক ফরাসি গণমাধ্যম।
আগেও একবার ট্র্যাভিসের মদ্যপ অবস্থায় ঝামেলায় জড়ানোর খবর এসেছিল মিডিয়াতে।
পাশ্চাত্য সংগীত জগতে তুমুল জনপ্রিয় হিপ-হপ অ্যাক্টের একজন ট্র্যাভিস। গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন দশবার।
news24bd.tv/এসএম