লক্ষ্মীপুর কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে রাস্তায় শিক্ষার্থীরা

সংগৃহীত ছবি

লক্ষ্মীপুর কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে রাস্তায় শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক

লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাহাবুবুল করিমের পদত্যাগ ও বিচারের দাবিতে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। রোববার (১১ আগস্ট) সকাল ১০টার দিকে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে কলেজ ক্যাম্পাসে ১২ দফা দাবিতে মানববন্ধন করেন তারা।

গতকাল শনিবার (১০ আগস্ট) কলেজ অধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় সাধারণ শিক্ষার্থীরা। তালার গায়ে লাগানো সাদা কাগজে লেখা রয়েছে ‘দুর্নীতিবাজের ঠাঁই নাই।

সাধারণ শিক্ষার্থী, লক্ষ্মীপুর সরকারি কলেজ। ’

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে কলেজ মিলনায়তনে কলেজের প্রায় ৫০ জন শিক্ষক জরুরি বৈঠক করেন। সেখানে শিক্ষকদের সঙ্গে অধ্যক্ষের বিভিন্ন সময়ে অসদাচরণের বিষয় তুলে ধরা হয়। বিভিন্ন অনিয়ম নিয়েও আলোচনা হয়।

জানা গেছে গত প্রায় পাঁচ দিন ধরে অধ্যক্ষ মাহাবুবুল করিম কলেজে যাননি। এতে কলেজের প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে দাবি শিক্ষকদের।

এ নিয়ে শিক্ষার্থীরা ১২ দফা দাবি তুলে ধরেছে। দফাগুলো হলো— অধ্যক্ষের পদত্যাগ। দায়িত্বকালীন তার সব দুর্নীতির হিসাব। কলেজের প্রধান অফিস সহকারীর পদত্যাগ। কলেজ ক্যাম্পাসে সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা। ছাত্র সংসদ গঠন করা। দ্রুত কলেজ হোস্টেল চালু করা। শিক্ষার্থীদের জন্য কলেজ বাসের ব্যবস্থা করা। কলেজের সব শিক্ষকগণ শিক্ষার্থীবান্ধব ও শিক্ষার্থীদের পাশে থাকা এবং রাজনৈতিক কূটকৌশলের কারণে কোনো শিক্ষার্থী বিনা অপরাধে গ্রেফতার হলে তাকে মুক্ত করে ক্লাস নিশ্চিত করা। বহিরাগতদের শনাক্ত করার লক্ষ্যে শিক্ষার্থীদের দ্রুত কলেজ আইডি কার্ড প্রদান ও কলেজ ড্রেস নিশ্চিত করা। কলেজের আহত, নিহত ও কারাবরণকারী শিক্ষার্থীদের পারিবারিক খোঁজ-খবর নেওয়া এবং কলেজ ফান্ড থেকে তাদের পরিবারকে আর্থিকভাবে সাহায্য করা। কলেজের অফিসিয়াল পেজ থেকে আনুষ্ঠানিক শোক প্রকাশ ও মিলাদ মাহফিলের আয়োজন করা। বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামী লীগের গুলিতে নিহত শহীদ কাউছার ওয়াহিদ বিজয়ের নামে একটি লাইব্রেরি অথবা ফটক স্থাপন করা।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক