২৯ কেজি স্বর্ণালংকারসহ টেকনাফে আটক ২

সংগৃহীত ছবি

২৯ কেজি স্বর্ণালংকারসহ টেকনাফে আটক ২

অনলাইন ডেস্ক

টেকনাফ সীমান্তে অভিযান পরিচালনা করে ২৯.১৫ কেজি স্বর্ণালংকার এবং মিয়ানমারের নাগরিকসহ ২ জনকে আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার (১০ আগস্ট) রাতে স্বর্ণালংকারসহ ওই দুজনকে আটক করা হয়।

বিজিবি জানায়, বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) গতকাল বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকা উত্তর ফুলের ডেইল নামক গ্রামের একটি বাড়িতে চোরাকারবারিরা মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশে স্বর্ণের একটি বড় চালান লুকিয়ে রেখেছে। উক্ত তথ্যের ভিত্তিতে আনুমানিক রাত সাড়ে ১০টায় টেকনাফ ব্যাটালিয়ন সদরের চোরাচালান প্রতিরোধী টহলদল তাৎক্ষণিকভাবে উত্তর ফুলের ডেইল গ্রামে অভিযান শুরু করে।

পরে এলাকার গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে উক্ত বাড়ি ঘেরাও করে তল্লাশি অভিযান পরিচালনা করেন বিজিবি সদস্যরা। বিজিবির উপস্থিতি টের পেয়ে বাড়িতে অবস্থানরত চোরাকারবারিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহলদল দুইটি ব্যাগসহ ২ ব্যক্তিকে আটক করে। পরবর্তীতে ব্যাগের ভেতর থেকে ২৮,৭৫,০০,০০০/- (আটাশ কোটি পঁচাত্তর লক্ষ) টাকা মূল্যমানের ২৯.১৫ কেজি বিভিন্ন প্রকার স্বর্ণালংকার ও বাংলাদেশি নগদ ২৬,০১০/- (ছাব্বিশ হাজার দশ) টাকা উদ্ধার করা হয়।

আটককৃতদের জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত ইয়াহিয়া খান মিয়ানমারের মংডু থেকে সে দেশের নাগরিক আনোয়ার সাদেকের সহযোগিতায় স্বর্ণালংকার গুলো বিক্রি করার উদ্দেশে বাংলাদেশে নিয়ে আসে।

আটককৃতরা হলেন- কক্সবাজার জেলার উখিয়া থানার ১৩ নম্বর কুতুপালং এফডিএমএনের মৃত লিয়াকত আলীর ছেলে ইয়াহিয়া খান(৪৫), এবং মিয়ানমারের মংডুর সুইজা গ্রামের মীর আহমেদের ছেলে আনোয়ার সাদেক(৪০)।

উদ্ধারকৃত স্বর্ণালংকার এবং বাংলাদেশি টাকা কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় (ট্রেজারী শাখায়) জমা করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সরকারী কর/শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে স্বর্ণ চোরাচালানের দায়ে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

news24bd.tv/JP