কুষ্টিয়ায় তিন শহিদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

কুষ্টিয়ায় তিন শহিদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক

কুষ্টিয়ার পার্শ্ববর্তী হরিপুর গ্রামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত তিন শহিদ পরিবারকে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

রোববার দুপুরে তিন পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। এ সময় নিহতদের পরিবার ও সন্তানদের খোঁজখবর নেন এই বিএনপি নেতা।

এসময় তিনি বলেন, এসব শহীদ পরিবারের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করা হবে।

মুক্তিযোদ্ধাদের মতোই তারাও যেন সব সুযোগ-সুবিধা পান, সেই ব্যবস্থা আমরা করবো।

শহীদ আশরাফুল ইসলামের স্ত্রী সাংবাদিকদের বলেন, আমার স্বামী যাওয়ার সময় বলেছিলেন শহীদ হতে যাচ্ছি। আল্লাহ তার মুখের কথা কবুল করেছেন। সে সবসময় চাইতো তার সন্তানরা মানুষের মতো মানুষ হোক।

এখন আমাকে সেই স্বপ্নপূরণ করতে হবে। আপনারা আমার পাশে দাঁড়ানোর ফলে সাহস পাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তৌকির আহমেদ ও জেলা বিএনপির কোষাধ্যক্ষ জয়নাল আবেদিনসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক