রোববার (১১ আগস্ট) রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারে কয়েকশ’ বহিরাগত জোর করে প্রবেশের চেষ্টা করেন। এ সময় প্রবেশে বাধা দিলে কর্মকর্তাদের ওপর এলোপাতাড়ি গুলি চালানো হয়। এতে ইসলামী ব্যাংকের গোডাউন গার্ড (ডিজি) শফিউল্লাহ সরদার, অফিসার মামুন, আব্দুর রহমান ও বাকী বিল্লাহসহ পাঁচ কর্মকর্তা গুলিবিদ্ধ হন। এই পরিস্থিতি নিয়ে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ।
রোববার (১১ আগস্টা) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ‘আমি বলছি কেউ আইনের বাইরে থাকবে না। যদি কেউ করে থাকে ইমিডিয়েটলি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব, সে যেই হোক। ’
উপদেষ্টা বলেন, ‘আমি বিষয়টা নিয়ে আলাপ করব, দরকার হলে আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে যাব। ’
মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে কী বার্তা দিলেন- সাংবাদিকরা এমন প্রশ্ন করলে তিনি বলেন, ‘কর্মকর্তাদের বলেছি আপনারা নিষ্ঠার সঙ্গে মানুষের জন্য ইতিবাচক কাজ করবেন।
দ্রুত বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর চেয়ারম্যান নিয়োগ দেওয়া হবে বলে বলেও এ সময় জানান সালেহউদ্দিন আহমেদ।
news24bd.tv/আইএএম