সেন্টমার্টিন লিখে দেয়ার অঙ্গীকার করে দায়িত্ব নেইনি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, ছাত্ররাও এমন অঙ্গীকার করেনি বলেই বিশ্বাস।
রোববার (১১ আগস্ট) সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তিনি বলেন, ‘সেন্টমার্টিন ও বঙ্গোপসাগর যুক্তরাষ্ট্রকে লিখে দেয়ার কোনো অঙ্গীকার আমার সরকার বা আমি করিনি। নিজেদের এবং প্রতিবেশীর দুই স্বার্থই দেখবো।
উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে আইন মন্ত্রণালয় কিছু বললে পদক্ষেপে নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের মানুষ যেন ভাবে ভারত আমাদের বন্ধু। এই কাজে দিল্লিও সহযোগিতা করবে ঢাকাকে।
পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাড়ে চারশো থেকে পাঁচশ নিহতের একটি তালিকা এসেছে। কিন্তু সেটি আরও যাচাই বাছাই করা হচ্ছে।