শিক্ষার্থীদের ফুল দিয়ে কাজে যোগ দিলেন পুলিশ সদস্যরা

শিক্ষার্থীদের ফুল দিয়ে কাজে যোগ দিলেন পুলিশ সদস্যরা

অনলাইন ডেস্ক

সম্প্রতি দেশে উদ্ভূত পরিস্থিতিতে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা। আজ রোববার (১১ আগস্ট) রাত ৯টার দিকে রাজধানীর মালিবাগ মোড়ে তারা কর্মবিরতি পালন করেন। এ সময় যেসব শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব পালন করছেন তাদের ফুল দিয়ে অভিবাদন জানান তারা।  
 
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের আশ্বাসের পর কর্মবিরতি প্রত্যাহার করেন পুলিশ সদস্যরা।

রোববার (১১ আগস্ট) রাতে পুলিশ সদর দপ্তর সূত্র এ তথ্য জানায়।  

এ দিন সকালে পুলিশ সদস্যদের কর্মস্থলে ফিরতে কঠিন হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, চলমান পরিস্থিতিতে পুলিশ সদস্যরা নিজ নিজ ইউনিটে যোগ না দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তারা কর্মস্থলে যোগ না দিলে তারা চাকরি করবেন না বলে ধরে নেব।

 

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক