সমন্বয়ক পরিচয়ে প্রভাব খাটাতে চাইলেই গণধোলাই দেবেন: হাসনাত আব্দুল্লাহ

সমন্বয়ক পরিচয়ে প্রভাব খাটাতে চাইলেই গণধোলাই দেবেন: হাসনাত আব্দুল্লাহ

অনলাইন ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সমন্বয়ক বা সহ-সমন্বয়ক পরিচয়ে কেউ প্রভাব খাটালে তাকে গণধোলাই দিবেন।  

আজ রোববার (১১ আগস্ট) রাত ১০টা ৫০ মিনিটের দিকে নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাসে এ কথা বলেন তিনি।

স্ট্যাটাসে তিনি লিখেন, ‘ছাত্রলীগের মতো সমন্বয়ক বা সহ-সমন্বয়ক পরিচয়ে কেউ সুযোগ-সুবিধা দাবি করে প্রভাব খাটানোর চেষ্টা করলে তাকে গণধোলাই দিবেন। ’

এর আগে, অভিযোগ ওঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক পরিচয়ে অনেকেই সুবিধা নেওয়ার চেষ্টা করছেন।

এরইপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে পরিষ্কার বার্তা দিয়ে রাখলেন হাসনাত আব্দুল্লাহ।

news24bd.tv/SHS