ফেনীতে ছাত্রদের নাম ভাঙ্গিয়ে সড়কে চাঁদা আদায় করার সময় সাতজনকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে শিক্ষার্থীরা। রোববার (১১ আগস্ট) দুপুরে ওই সাতজনকে আটক করে তারা। পরে সেনাবাহিনীর হাতে তুলে দেয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফেনীতে সড়ক-মহাসড়ক ও শহরের বিভিন্ন স্থানে যানজট নিয়ন্ত্রণে দায়িত্বরত ছাত্রদের নাম করে কয়েকদিন ধরে শহরের বিভিন্ন স্থানে চাঁদা উত্তোলন করে আসিছল একদল যুবক।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা হুঁশিয়ারি দিয়ে বলেন, শহরের কোথাও চাঁদাবাজির সংবাদ পেলে সঙ্গে সঙ্গে তাদের আইনের আওতায় আনা হবে।
news24bd.tv/JP