আফগানিস্তানের রাজধানী কাবুলে রোববার (১১ আগস্ট) একটি মিনিবাসে বোমা বিস্ফোরণে একজন নিহত এবং ১১ জন আহত হয়েছে। কাবুলের একটি ধর্মীয় সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় স্থানীয় সময় বিকেল ৪টার দিকে এ হামলা হয়। স্থানীয় পুলিশের মুখপাত্র এ তথ্য জানান।
বিস্ফোরণটি পশ্চিম কাবুলের এমন একটি এলাকায় ঘটেছে, যেখানে বহু শিয়া বাস করে।
ঘটনার তদন্ত চলছে জানিয়ে কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেন, 'দশত-ই-বারচি এলাকায় একটি মিনিবাসে বোমা রাখা হয়েছিল। '
তবে এই বোমা হামলার জন্য এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।
২০২১ সালের আগস্টে ক্ষমতা গ্রহণের মাধ্যমে আফগানিস্তানে তালেবান বিদ্রোহের অবসান হয়।
সূত্র: ডিডব্লিউ
news24bd.tv/JP