অস্ট্রেলিয়ায় হোটেলের ছাদে ধাক্কা লেগে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত হয়েছেন।
সোমবার স্থানীয় সময় ১ টা ৫০ মিনিটে কুইন্সল্যান্ডের কেয়ারসন সিটির হিল্টন হোটেলে এই ঘটনা ঘটে। এ সময় বিধ্বস্ত হেলিকপ্টারে আগুন ধরে গেলে, কতৃপক্ষ দ্রুত হোটেলে অবস্থানকারীদের সরিয়ে নেয়।
হোটেল কতৃপক্ষ জানিয়েছে, তাদের হোটেলের দুইজন অবস্থানকারী সামান্য আহত হন।
কুইন্সল্যান্ডের পুলিশ বলছে, এই হেলিকপ্টারটির উড্ডয়নের কোনো অনুমোদন ছিলোনা। আমরা ঘটনার তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করবো। এই দুর্ঘটনায় পাইলট মারা গেছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী একজন নারী বলেন, আমি দেখলাম খুব নিচ দিয়ে হেলিকপ্টারটি উড়ছে। এভাবে দুইবার হোটেলের উপর দিয়ে যাওয়া-আসা করে। তারপরেই হোটেলের ছাদের উপর আঁছড়ে পড়ে।
সূত্র: বিবিসি
news24bd.tv/JP