গোপনে ভারতে ঢুকে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা

সংগৃহীত ছবি

গোপনে ভারতে ঢুকে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা

অনলাইন ডেস্ক

প্রায় ৬০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েও শেষরক্ষা হলো না। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের পরই পশ্চিমবঙ্গের পুলিশের হাতে গ্রেপ্তার হন ছাত্রলীগের  নেতা আব্দুল কাদির। মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।  

পুলিশ জানিয়েছে ২৭ বছর বয়সী আব্দুল কাদিরের বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায়।

গণঅভ্যুত্থানের মুখে পড়ে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পদত্যাগ করে। এরপরই দেশ ছাড়েন হাসিনা। বর্তমানে ভারতে অবস্থান করছেন আওয়ামী লীগ সভানেত্রী।

রোববার আব্দুল কাদিরকে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়।

 

এসময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আব্দুল কাদির জানান, 'আমার বাড়ি নারায়ণগঞ্জে। ফিরোজপুর সীমান্ত দিয়ে ভারতের প্রবেশের পরই আমাকে বিএসএফ আটক করে। আমি ছাত্রলীগ করি। আমাকে প্রচণ্ড মারধর করা হয়। তাই ভয়ে পালিয়ে এসেছি। ' 

ভারতে প্রবেশের সময় তার কোনো বৈধ পাসপোর্ট বা ভিসা ছিল না। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে ১৪ ফরেনার্স আইনে মামলা দায়ের করা হয়েছে।

news24bd.tv/DHL