সদ্য সমাপ্ত প্যারিস অলিম্পিক থেকে বিতাড়িত হওয়ার পরেও যেনো বিতর্ক পিছু ছাড়ছে না প্যারাগুয়ের নারী সাঁতারু লুয়ানা অলন্সোর। সম্প্রতি তিনি দাবি করেছেন যে, ব্রাজিলের ফুটবল তারকা নেইমার তাকে ব্যক্তিগত মেসেজ পাঠান। তবে, এই বিষয়ে অবশ্য এখনও মুখ খোলেননি নেইমার।
উল্লেখ্য, গেমস ভিলেজের পরিবেশ নষ্ট করার অভিযোগে লুয়ানাকে অলিম্পিক থেকে বের করে দেওয়া হয়।
লুয়ানা আরও বলেন, অলিম্পিক নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। তাকে গেমস ভিলেজ থেকে তাড়িয়ে দেওয়া হয়নি।
অন্যদিকে দীর্ঘদিন ধরে ইনজুরিতে আক্রান্ত নেইমার এখনও মাঠে ফেরেননি। গত বছরের অক্টোবরে চোটে আক্রান্ত হওয়ার পর তার হাঁটুতে অস্ত্রোপচার করতে হয়। নতুন মৌসুমের শুরুতেও হয়ত তাকে পাওয়া যাবে না।
news24bd.tv/JP