সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ১১টি বাইক রেখে পালাল ডাকাত দল

সংগৃহীত ছবি

সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ১১টি বাইক রেখে পালাল ডাকাত দল

অনলাইন ডেস্ক

নাটোরের নলডাঙ্গায় দিনের বেলাতেই ডাকাতির উদ্দেশ্যে ১১ টি বাইক নিয়ে একটি গ্রামে হানা দেয় একদল ব্যক্তি। কিন্তু সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে বাইক ফেলে চম্পট দেয় ডাকাতের দল।

রোববার (১২ আগস্ট) দুপুরে উপজেলার পচার মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন, নলডাঙ্গা থানার ওসি মো. মনোয়ারুজ্জামান।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, 'রোববার দুপুরে ২০-২২ জনের একটি দল আগ্নেয়াস্ত্র নিয়ে বাইকে চড়ে পচার মোড় এলাকার একটি গ্রামে ডাকাতির চেষ্টা চালায়।

তখন এলাকাবাসী সেনাবাহিনীর টহল দলকে বিষয়টি জানায়। খবর পেয়ে দ্রুত সেনাবাহিনী সেখানে গেলে সশস্ত্র দলটি ১১টি বাইক রেখে দিগ্‌বিদিক পালিয়ে যায়। পরে সেনাবাহিনীর সদস্যরা ফেলে যাওয়া বাইকগুলো জব্দ করে থানায় হস্তান্তর করে। '

সশস্ত্র দলটিকে চিহ্নিত করতে সেনাবাহিনী কাজ করছে বলে জানান ওসি মনোয়ারুজ্জামান।

news24bd.tv/JP