ভারতের বিহারে একটি মন্দিরে পদদলিত হয়ে অন্তত সাত জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে প্রায় অর্ধশতাধিক।
রোববার (১১ আগস্ট) রাতে বিহার রাজ্যের জেহনাবাদের ভানাভার পাহাড়ের সিদ্ধনাথ মন্দিরে এ ঘটনা ঘটে।
বিহারের জনপ্রিয় এই মন্দিরটিতে রাতে পুজা উপলক্ষে বহু মানুষ জড়ো হয়েছিলেন।
জেহনাবাদের জেলা প্রশাসক অলংকৃতা পাণ্ডে জানিয়েছেন, পদদলনের ঘটনায় নিহত সাতজনের মধ্যে পাঁচজন নারী ও দুইজন পুরুষ। আমরা সবকিছু পর্যবেক্ষণ করেছি আর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।
বিহারের জেহনাবাদ জেলার বাবা সিদ্ধনাথের এই মন্দির রাজ্যের অন্যতম জনপ্রিয় শিবমন্দির।
সূত্র: হিন্দুস্তান টাইমস
news24bd.tv/JP