১৫ আগস্টে ছুটি এবং শোক দিবস পালন করা হবে কি না সে প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, এটা আমার সিদ্ধান্ত নয়। এ বিষয়ে মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্ত হবে। কবে মন্ত্রিসভা বৈঠক হবে তা এখনও সিদ্ধান্ত হয়নি।
সোমবার (১২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে শেখ হাসিনা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আপনার নাগরিকত্ব বাতিল হয়নি।
তিনি বলেন, আওয়ামী লীগ নতুন নেতৃত্ব নিয়ে দল গুছিয়ে নিক। সে ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহায়তা করবে। এসময় সাংবাদিকদের উদ্দেশে তিনি 'সংখ্যালঘু' ব্যাবহার না করার অনুরোধ করেন।